ক্যারক্যারে ব্যাঙ দু'টো গর্ততে লুকানো
কী এমন চিন্তাতে ঘাড় পিঠ ঝুঁকানো?
মেঘ ডাকে বিদ্যুৎ মাঝেমাঝে চমকায়
তাই দেখে ব্যাঙদুটো ভাত-টাত কম খায়।
বৃষ্টির পানি হলে সারাবিল চরবে
ক্যারক্যার ডাকে তারা হইচই করবে।
এই আসে বৃষ্টিটা ওই আসে শব্দ
এইবারে করবে রে জলমাঠ জব্দ।
ব্যাঙদুটো মাঝেমাঝে চলে আসে বাইরে
পিঠপুড়ে রোদ পুড়ে হয়ে গেলো ছাঁই রে।
ঘরে থাকে ব্যাঙদুটো বাইরেতে যায় না
নুন ভাত কতদিন হলো তারা খায়না!
আর কত! কাঁদবে রে পানি বলে গর্তে
ছিঁলে যায় গা গতর গরমেই মর্ত্যে