সাঁতার শেখা দারুণ সোজা
শিখতে গেলো বাঘ
খুব দ্রুত শিখতে গিয়ে
ভিজলো ডোরাদাগ!
শিখতে সাঁতার ডুবলো মাথা
তাই করে হাঁকডাক
গোঁফ ভিজে তার বিঁধলো বিশাল
পুঁটিমাছের ঝাঁক।
সাঁতার কোথায়! ডুবলো বাঘের
পুরো শরীর-পা
একদিনে কী যায় রে শেখা!
শিখতে যাবো? না!