বাঁদর গেলো বাড়িতে
বউকে ধরে ঝাড়িতে
কারণ দামী কাঁথা কেনো
দিলো বাঘের দাঁড়িতে!
বাঘের দাঁড়ি লম্বা বেঢপ
কাটার মতো সূচালো
সেই দাঁড়িতে বাঁদর বউয়ের
দিয়ে কেনো মুছালো!
বাঁদর রাগে গরর্ গর
বউকে দিলে দু'তিন চড়
চড় খেয়ে সেই বাঁদর বউটা
ছাড়লো বরের সুখের ঘর।