বাদল দিনে কাদলো পাখি
বাজলো ব্যাঙের ঢোল,
ট্যাংরা-পুঁটি স্রোতের মুখে
দু'পাশে খায় দোল।

হুতোম প্যাঁচা, শেয়াল, বেঁজি
জোনাক জ্বলা রাত,
অপেক্ষাতে যায়না বেলা
চোয়াল ছোঁয়ায় দাঁত।

বাদুড় ঝোপে মুখ লুকানো
তার কাটেনা দিন
বাদল কাঁদে রাত্রি জেগে
অঝর বিরামহীন।