গড়িয়ে এলো একটি বাদাম
বুটের দানার পাশে,
ভেংচি দিয়ে বাদাম তখন
উল্টো ঠোঁটে হাসে।
বললো বাদাম একলা থাকিস
যেথায় সেথায় ঘুরে
আয় দেখে যা রাখছি পেটে
দুইটা দানা পুরে।
তুইতো একা থাকিস
খোলা গায়ে কেনরে বাছা,
কাদা-ময়লা মাখিস!
একটু পরে মুরগী এসে
বাদাম নিলো মুখে
বুট ওদিকে একলা গড়ায়
নিচের দিকে ঝুঁকে।