ব্যাঙের হলো সর্দি জ্বর
এক্ষুনি আয় বদ্যি ধর
বৃষ্টিজলে ধুয়ে
তিন তিনটি দিনে ছাতা
ভেঙে আছে নু'য়ে।
কোথায় যাবে বাচ্চারা
হলো বুঝি হাতছাড়া
বদ্যি কোথায় পাবে!
ডোবায় থাকে ডাক্তার ব্যাঙ
এক্ষুনি কী যাবে?
বদ্যি দেখে সর্দি জ্বর
বললো, বাছা ফর্দ ধর
কমতে পারে এতে
ওষুধ খেয়ে রোগ পালালো
বদ্যি যেতে যেতে।