বই ছড়ানো টেবিলজুড়ে
এলোমেলো খাট
চুলো হলো কলমদানী
ফ্লোর খেলার মাঠ।

বাবার ফোনে ক্রিকেট খেলে
ছুড়ে ধরে ক্যাচ
আম্মু এসে কান ধরে তার
ভন্ডুল করে ম্যাচ।

যা খুশি তাই করতে পারে
একলা যখন থাকে
ঘোল ঢেলে দেন বাবা-মা তার
মজার মধুর চাকে।

পড়বে শুধু পড়লে নাকি
গাড়ী ঘোড়া চড়ে
বাবামায়ের সামনে এলে
তাইতো খোকন পড়ে।