বাবা তুমি বাবা
পৃথিবীর শেষ ভরসা
তুমি আছো তাই জীবনে
পূরণ করি আজ সব আশা।।
সারাদিনই করো বাবা
বিরতিহীন কাজ
নিরিবিলি ভাবলে তা
চোখ ভিজে যায় আজ।
ফিরে এলে সুখ ভরে
আমাদের এ ছোট্ট বাসা।।
আল্লাহ কে বলি ওগো
ফরিয়াদ এ নাও
শতবছর আমার এই
বাবাকে বাঁচিয়ে দাও।।
তাঁর ছোঁয়া পেয়ে আমি
পেতে চাই সুখ বরসা।।