ভয়ংকর পথ, অমানিশা, টর্চ না থাকা হাতে
কাটায় মোড়া, আগুনপোড়া, বাদল ঝড়ের রাতে।
ভীষণ একা কাজের মানুষ গহীন বনের মাঝে
সকাল কাটে, দুপুর গড়ায়, রাত গভীর হয় কাজে।
বাজার এসে মহাজনের থেকে নেয়া টাকায়
চাল কিনে নেয়, ডাল কিনে নেয় দোকান খোলা থাকায়।
এত রাতে কাজের মানুষ ফিরেন যখন বাড়ি
কতশত কাজ জমা যে ঘরের চারিধারই।
বাজার রেখে অমনি ছুটে বাবা চলেন চাষে
কাজ ছেড়ে কি এতরাতে থাকবে বসে? -না সে।
সবার মুখে অন্ন জোগান নিজের মুখে শেষে
এমনই করে বাবাই আমার সময় কাটান হেসে।
রাতের পরে রাত কেটে যায় এমনই করে চলেন
দুঃখ ঢেকে এই মণীষী সুখের কথা বলেন।
সব সাধকের বড় সাধক বাবা আমার বাবা
এই মানুষকে ছাড়া বলো- যায় কিছু কি ভাবা?