লক্ষী সুমা দেবো চুমা
মিষ্টি করে ঘুমালে,
মিষ্টি দেবো মুড়কি দেবো
ফুল আঁকা এই রুমালে।
আদর দেবো চাদর দেবো
কত্ত ফুলে আঁকানো
যা চাও দেবো খাবার দেবো
ডিম মামলেট মাখানো।
ওই যে পাখি দেখছো নাকি
একটু এবার হাসো না
লক্ষী সুমা পক্ষী সুমা
কোলের ভেতর আসো না।