আয় রে আয় টিয়ে
দিয়ে দেবো বিয়ে
এই খবরটা নিয়ে
গেলো তা ছড়িয়ে।

বিয়ে হবে কার
খুকুমনিটার
গলায় মতি হার
আহা! চমৎকার!

আয় রে আয় টিয়ে
বল সকলের গিয়ে
খুকুমনির বিয়ে
মিষ্টি আসুক নিয়ে।