আয় আয় চাঁদমামা আয় আয় চাঁদ
তুই এলে সবমামা দিয়ে দেবো বাদ।
চাঁদমামা কপালেই টিপ দিয়ে যাস
কেনো তুই দূরে থেকে এতো মজা পাস!
আয় আয় চাঁদমামা আয় আয় চাঁদ
তোর ছবি কপালেতে টিপ দিতে সাধ।
টুপ করে চাঁদমামা আয় চলে আয়
টিপ দিয়ে যাস চলে আকাশের গায়।
আয় আয় চাঁদমামা আয় আয় আয়
টিপ দিতে আর কত বসে থাকা যায়!
চাঁদমামা মা'র ভাই ডাকলেই মা,
তাই? তবে ডাকছে মা আয় এসে যা-