হৃদয়কোণে উঁকি মারে পঁচাত্তরের শোক
সেই কাহিনী ভাবলে আমার জল ভরে যায় চোখ
জল ভরে যায় নদীর মতো বৃষ্টি হলে যেমন
ভাবতে পারো? তাদের ছিলো নিষ্ঠুরতা কেমন!

নিষ্ঠুরতায় সেরা তারা পৃথিবীটার বুকে
তাইতো নিলো সেই কাহিনী আপন করে টুকে।।
বিশ্ব জানে আগস্ট মানে রক্তঝরার দিন
পনের-ই তারিখ আসলে সবার আনন্দটাই ক্ষীণ।

দেশের নেতা জাতির পিতা শহীদ হলো দেশে
কে করেছে জঘন্য এ কাজটি অবশেষে?
হায়রে! আমি দিবো কোথায় পরিচয়টা গর্বে
শুনলে এসব সত্যি তোমার চোখ তো জলে ভরবে!

রাসেল সোনা ছোট্টো শিশু কি করেছে দোষ
বাবা দেশের মান রেখেছে জান দিয়ে আপসোস!
পরিবারটি গুঁড়িয়ে দিলি কী হায়েনা তুই
মরলে তোরও লাশ জীবনে কখনও কী ছুঁই!!