কেবল আগুনের আবিষ্কার
করেই চলেছি। নিরেট ধাতুতে কাজল হলো কালো পাথর
পুড়ে পুড়ে হার্ট থেকে বের হচ্ছে বলক তোলা কালো রক্ত!
চা পাতার কড়কড়ে নির্যাস মুড়লে যেমন বের হয় টপটপ পাথুরে জল, আমাকে মুড়ে দেখো- বের হবে শুধু ঝলক ঝলক আগুনের কুন্ডলী ;
যার দাহ্য যেখানে পড়বে- শুধু ফোস্কা ফোস্কা অনুভূতি উল্কার সংকেত হয়ে মহাশূন্যে আঘাত হানবে
তখন-
পৃথিবীটা টলমল টলমল করে আটলান্টিক ফেড়ে
ভূগর্ভে বিলীন হয়ে যাবে
ক্রমাগত আমি পুড়েই চলেছি নিজের পাপের অনলে-