আমরা হবো তরতাজা ফুল-
ফুলদানিটা সাজাবো,
বিশ্বটাকে হ্যামিলনের
বাশির মতো বাজাবো।
আমরা হবো ফুলের মধু
মৌমাছিদের জাগাবো,
দুষ্টু কালো ভ্রমর এলে
দৃপ্ত হাতে ভাগাবো।
আমরা হবো ফুলের সুবাস
গন্ধ হয়ে মাখাবো,
রঙবেরঙের চিত্র হয়ে
সবার খাতায় আঁকাবো।
আমরা ফুলের আলোক ছটা
ছড়িয়ে দেব তার আলো,
সূর্য হলেও হারবে যে তার-
উজ্জ্বলতার ধারালো!