আমরা ফুলের কুসুম পরাগ মুন্ডে থাকা গর্ভ
রেণু দিয়ে ফল বানিয়ে আকাশটাকে ধরবো।
আকাশটাকে রঙিন করে নীলের ভাজে পুরবো
পাতাল-গীরি-সূর্য হবো জ্ঞানের আলো ছুড়বো
অজানা সব রহস্যকে সামনে তুলে আনবো
সামনে এলে বাঁধার প্রাচীর তুমুল আঘাত হানবো।
আমরা নবীন রক্ত তাজা ফুটতে থাকা রক্ত
নরম থেকে গরম হবো জুটবে আরও ভক্ত।
ভক্ত নিয়ে মুষ্টি ধরে সমুখপানে লড়বো
সবুজ শ্যামল সোনার এদেশ রঙিন করে গড়বো।
আমরা হলাম বীরের জাতি বুক ফুলিয়ে থাকবো
নতুনরূপের স্বদেশ তোমার বুকের ভেতর আঁকবো।