আম্মু আমার পুতুল খেলার তুতুল তুতুল নাম
আম্মু আমার মাম্মী সোনা আম্মু আমার মাম।
ভাল্লাগে না আম্মু ছাড়া
সবকাজে পাই তাঁর ইশারা
আম্মু আমার পুতুল পুতুল তুতুল সোনা নাম।
আদর যত আছে আমি মায়ের কাছে পাই
পৃথিবীতে মাকে ছাড়া আর কিছু না চাই
আম্মু আমার চোখের মনি
পড়তে বসার প্রথম ধ্বনি
একটুখানি দেখলে মাকে পাগল হয়ে যাই।