তখনও দেখি ইঁদুর হেঁটে যায় জাজিম পেতে,
বুনো শেয়ালের চোখে কবুতরের জ্যোতি এলে
সাপের অস্তিত্বে ফাটল ধরে-
নেমে আসে আসমানী বুলডোজার
এককালে ঘুমন্ত ছুঁচোর নাক ডাকা শুনলে
তেলাপোকার বসত নষ্ট হয়ে যেত
আর যখন রাতজাগা ভাতের মাঢ়ে
যুবতীর ওড়না উড়ে যেত
তখন হাঁসের খামারে নেমে আসতো
একরাশ নিভুনিভু স্বর্ণালী প্রেম-
আমি আজন্ম হেঁটে চলি
অতীত পায়ের পদধ্বনি শুনে
আর আগমনী আকাশ আমাকে বিবস্ত্র করে
থমকে ছিঁড়ে খেতে আসে।
আমি শূন্য হয়ে যাই-