পিচ্চি বলে ডাকো আমায়-
আমি কিন্তু পিচ্চি না
পিচ্চি বলে ডাক দিয়ে যাও-
তাইতো জবাব দিচ্ছি না!
পিচ্চি হলো সবার ছোট
ছোট্ট হাতও পাও থাকে
আমার মতো দেখলে কেনো
পিচ্চি বলে যাও তাকে!
পিচ্চি বলে কেনো ডাকো
তোমার সাথে যাচ্ছি না,
প্যারেন্টস ছাড়া কারও কাছে
আদর-চুমা চাচ্ছি না!
পিচ্চি বলে কেনো ডাকো-
পিচ্চি হলো ছোট'রা
মাঝেমাঝে খেলতে বানায়
দল বানিয়ে জোট ওরা!
দাঁত উঠেছে চারটি চারটি
গরম ভাতও ধরছি না,
ওদের মতো মা-বাবাকে
জ্বালাতনও করছি না!
দেখো- আমি পিচ্চি না,
হাঁটতে পারি একা একা-
সাহায্য তো, নিচ্ছি না!