তিক্ত ব্যথার স্বাদ সহ্য করতে পারিনা বলে
ভালোবাসা আর হয়ে ওঠেনি
প্রেম-ভালোবাসা মানে সাময়িক সুখ
অভিমান-মান না হলে জমে ওঠেনা এর গভীর অমরত্ব
সময় যেমন পরিপাটি শৃঙ্খলার মাধ্যমে সোজা রাস্তায় গমন করে প্রেম
কিন্তু পাড়ি দেয় কত আঁকাবাঁকা গলি!
এখানে নিরাময় হয় মনের অসুখ আর যোগ করে পুরো শরীরের যাতনাময় সুখ
আমি সহ্য করতে পারিনা প্রেম
আমি তুলতে পারিনা চাঁদের রূপোকিত আলোর ছবি
তাই না আসতেই, শিরোনামহীন পীড়া দিয়ে
প্রেম আমাকে ছেড়ে চলে গেছে-
আমি বিসর্গের বাইরে পড়ে আছি শুঁকনো পাতার আগন্তুক হয়ে...