টুনটুনিটার গুণ শুনি তার
সবাই যেমন জানে
ছোট্ট ঠোঁটের মিষ্টি পাখির
গান শুনি এই কানে।
আমার ঘরে টুনটুনি
ছোট্ট খুকু পুনপুনি
বিড়াল দেখে হাসে
তাইতো থাকে সবাই আমার
এই পাখিটার পাশে।
টুনটুনিটা চিকন পায়ে
ইতলবিতল হাঁটে
তাকে রেখে তাইতো যেতে
পারিনা আর মাঠে।