স্বাধীনতার কথা বলে মুখ গিয়েছে ছিলে,
এমন করে দেশ বলো কে খেয়েছিলো গিলে-
গিলে গিলে পেট উঠেছে ফুলে ফুলে ফেঁপে!
তবু বলো কোন বোকারা, হঠাৎ গেলো ক্ষেপে?
দেশটা বাপের,দাদার,নানার ভাইয়ের টাকায় কেনা
লুটেপুটে খাচ্ছিলাম বেশ বাড়ুক যতই দেনা!
আমার বাপের দেশে তোরা করতে পারিস শাসন
হাজার বছর থাকবো আমি পোক্ত আমার আসন।
কোথার আপদ তোরা ওরে রাজাকারের নাতি
সাধ্য আছে, লড়বি আবার? আমার সাথে জাতি।
জাতির সাথে করছি শাসন শক্ত আমার গদি
গুম করে তোর জীবন নেবো মিছিল করিস যদি।
এই এরে তুই মিছিল নিলি সাহস দিলো কারা
চুয়াল্লিশে ছুড়বো বুলেট এবার তোরা দাঁড়া !
নড়লি না তাও ওরে পাঁজি সাহস এত বুকে
ভিত নাড়ালি কেমনে ওরে আমার ঘরে ঢুকে?