একদিন আম-লেবু পেয়ারার সাথে
গেলো মামাবাড়ি মন খুশি হয় যাতে।
তাদেরকে দেখে এলো কাঁঠালের দাদু
আয় তোরা কতদিন পরে এলি স্বাদু!
জৈষ্ঠ্যের মাসে জানি ঘোরাঘুরি ভালো
মামাবাড়ি ফলমূল আনে বেশ আলো।
তাই দেখে কতফল এলো পিছুপিছু
জামরুল কালোজাম আর পাশে লিচু।
সবফল হরতাল ডেকে দিলো বনে
কেনো জানি সুখ নেই কারো আজ মনে!
কেনো সব আমাদের ধরে ধরে খায়
কষ্টও পরিশ্রম মেনে নেশা যায়!
এর মাঝে বুড়োফল পাশে এলো আতা
বয়সের ভারে তার সারাগায়ে মাথা।
সৃষ্টিতো আমরাই তাহাদের জন্য
তবে কেনো হরতাল করে হও বন্য!