আমাদের গাছে ঝোলে এই এত ফল
তাই দেখে ঢিল ছোঁড়ে দুষ্টুর দল।
বাগানের একপাশে বাঁশঝাড় বন
বক ওড়ে কক্ কক্ বায়ু শনশন।
হিমাচল মাটি পাতা পেতে নেয় বুক
ভাবলেই হয়ে যায় শীতল এ মুখ।
আমাদের পুকুরেই ইট বাঁধা শান
মনে হলে করে ওঠে বুক টানটান।
পাড়ঘেষা কোটরের মাছরাঙা ওই
চঞ্চুতে মাছ তুলে করে হইচই!
আমাদের বাড়িঘর, সারিসারি গাছ
দূর থেকে এই মনে করে যায় টাচ!