আকাশখানি কালোমেঘে ডুবানো এক ভেলা
সেটাই চড়ে উল্লুকে তা করতে থাকে খেলা।
উল্লুকটা-ই ঘোড়া হলো আবার হলো হাতি
পটাশ পটাশ ফুটলো গুলি ফাটলো বুকের ছাতি!
আকাশতলে গমগমাগম
বুলেট ঝরে দমদমাদম
লাশ হয়ে যায় সারি
একাত্তরের ঝাঁঝরা আকাশতলে আমার বাড়ি!
এখন আমি আর দেখিনা মেঘ আকাশের ফাঁকা
ওইখানে লাল রক্ত আমার কালো রঙে আঁকা!
থেমে থেমে মেঘ যখনই ফাঁকা কোণে আসে
বুকটা আমার কাঁপতে থাকে ওলট-পালট শ্বাসে।
বিজয় এলো ডিসেম্বরে
বলছি আমি এ দমভরে
মুক্ত আকাশ হাসো-
সজীব ডানায় নীল মেখে আজ আমায় ভালোবাসো।