শহর শহর ফ্লাইওভারের
আজব শহর ঢাকা,
ওপর-নীচে চলছে হাজার-
শত গাড়ীর চাকা।
আগের ঢাকা এখন ঢাকা
তফাৎ আকাশপাতাল,
সেই দেখা আর এই দেখাতে
হয়ে গেলাম মাতাল!
উড়ছে গাড়ী প্লেনের মতো
উড়ছে ট্রেন বাপরে!
কেমন করে জিতছে মানুষ
উন্নয়নের চাপরে!
শহর শহর ঢাকা শহর
আজব শহর ঢাকা
ঘুরতে বলো পেলাম কোথায়
আর হলো না থাকা!