দিনের বেলা লাফাইঝাপাই রাত্রিবেলা ছুটি
কখনও বা ফুলবাগানের ফুলের মতো ফুটি।
কখনও হই মিষ্টি কাঁঠাল কখনও হই বাদুড়
আবার কখন লাগি পিছন গল্পবলা দাদুর!
কখনও যাই মিশতে মাঠের দুষ্টু ছেলের দলে
বনবাদাড়ে কখনও বা লুকোচুরি চলে।
হাঁটুজলের থেকে নামি গলার ওপর পানি
সাঁতার কাটি আবার কারো প্যান্টটা ধরে টানি।
কখনও যাই পাখির খোঁজে লম্বা গাছে চড়ি
পথের পাশে দেখলে গরু লেজ টেনে তার ধরি।
এত্তকিছু করছি কারণ আজ সারাদিন ছুটি
বাবার আদর পেলে আবার গাছের ডগায় উঠি!