সকালবেলা সূর্য ওঠে
সন্ধ্যা হলে চাঁদ,
আর দেখিনা এসবকিছু
মনের ভেতর খাদ!
আতাগাছে আর শুনিনা
তোতাপাখির ডাক
ঘর উঠোনে আর দেখিনা
ডাকতে কোনো কাক।
মামাবাড়ি দল বেঁধে সব
এখনও কি যায়!
ঝড়ের দিনে আর দেখিনা
আম কুড়ানো গাঁয়!
আলোর দেশে রাত এসেছে
দেখবে কে ওই চাঁদ,
কোন কারণে মজার এসব
হয়েছে বরবাদ!