দুই হাত দুই পা মুখ, চোখ, মাথা
দেখতে অবিকল মানুষ
কি নেই তাতে!
স্কিনে গজা পশম ওড়া দেখলে
স্বয়ং জলহস্তির কপালও যেন কুচকে ওঠে তবুও
এত মানুষের ভীড়ে আমি শুধু
চোরাবালি, লাল কাকড়া, ডায়নোসরের উৎকট গন্ধ পাই— স্বাদ পাই তেতো, লোনা, দুর্ধর্ষ!
তারাফোটা চোখে শুধু উত্তেজনা
এত বেশী এত বেশী
এই দুই হাত দুই পা ওয়ালারা আরেক মানুষের রক্ত বিকল পশুর মতো
কি করে চুষে খায়!
ভৌতিক ব্যপার, বড়ই ভৌতিক!
আমাকে ওম ওঠা আরেক কাপ চা দাও
ফিরে যাই আদিম যুগে!