আঁচড় কাটা মনে
পাখির কূজন ভাল্লাগে না চিরল সবুজ বনে!

আমার মনের গহীন কোণে বসত করে পাখি
যতন করে হৃদয় খাচায় তারে পুরে রাখি।
বৃষ্টি হলে কখনও তার পালক যদি ভেজে
কুঞ্চিত নয় রাখা ছিলো বিশাল ছাতি সেজে।

পলক ছিলো ডানায় ডানায় কানায় কানায় আশা
সবকথা তার জাদু জাদু নির্ভরতায় ঠাঁসা।
তার নূপুরের ধ্বনি আমার বুকের ভেতর বাজে
তাকে ছাড়া ভাল্লাগে না প্রতিদিনের কাজে।

চলেই গেলো পাখি-
যতন করে রাখা তবু জীবন দেবো নাকি!