আঁচল পাতা মায়ের
চোখ যত যায়- রূপের শোভা সবুজ শ্যামল গাঁয়ের!
গাঁয়ের পথটি পায়ের চাপে আলতো করে হাসে
নীলচে আকাশ ছবি বাঁধায় শিশিরভেজা ঘাসে।
ছবির ভেতর কবির ভাষা পাখির ডানায় ওড়ে
আঁচল তখন মা হয়ে যায় ডাক দিয়ে যায় ভোরে।
ধানের বিলে গাঁও
ইলিকঝিলিক ছন্দ তোলে যেদিক পানে চাও-
সাগর দেখি ডাগর চোখে আছড়ে পড়ে ঢেউয়ে
নিকেল বিকেল দুষ্টু ছেলের- রূপ দেখেছো কেউ এ!
তীরের পাশে ভীড় জমে যায় পর্যটকের হাসি
সোনার এদেশ তোমায় আমি অনেক ভালোবাসি।