আব্বু আমায় পড়তে বলেন
দাদু বলেন ঘুরতে
কিন্তু আমার মনটা যে চায়
ডানা মেলে উড়তে।
পাখির কাছে চেয়েছিলাম
ডানা দুটো ধারের
গাছের থেকে পড়ে আমার
ব্যথা পেলাম ঘাড়ের।
মধু হবো মৌমাছিদের
কাছে গেলাম ভুলে
নাস্তানাবুদ করে দিলো
ধারালো তার হুলে।
মাঠে মাঠে ঘুরবো বলে
গরুর কাছে গেলাম
সারাদিনে ঘাসছাড়া আর
কি'বা তাতে পেলাম!
ফুলের কাছে গিয়েছিলাম
মনের মতো ফুটতে
ওইটুকু তার পাপড়ি দুলে
পেরেছি কী উঠতে!
সবকিছুতে ব্যর্থ হয়ে
ফিরে এলাম ঘরে
আব্বু-আম্মু তখন আমায়
আদর করে ধরে।