আবার যদি প্রথম থেকে শুরু করা যেতো
প্রথম জীবন প্রথম স্মৃতি জীবন ফিরে পেতো।
টুকরো কিছু অনুভূতি টুকরো কিছু মায়া
নতুন ভুলের নতুন গড়া ফেলতো কেমন ছায়া!

আবার যদি বিদ্যালয়ে করতাম পড়া শুরু
ধন্য হতো আমায় পেয়ে বিদ্যালয়ের গুরু।
খেলাধুলা, লাফালাফি, ঝাঁপাঝাপি মেলা
এমন করে কাটিয়ে দিতাম নতুন কিশোরবেলা।

আবার যদি পেতাম ফিরে প্রিয় অনুভূতি
ছড়িয়ে দিতাম আছে যত ভেতর পোরা দ্যুতি।
দ্যুতির ভেতর স্মৃতি পুরে বাঁধাই করে রাখা
আবার যদি পেতাম ফিরে কিশোরবেলার চাকা!