কাকে বলে পাওয়া
কাকে না পাওয়া
এই যে তুমি নেই বলেই
সকাল জুড়ে হাহাকার
এই হাহাকার কি তুমি নও?
তপ্ত দুপুর বুকের ভেতর বিরানভূমি,
মুখর বিকেল একলা হলো;
একলা একার নিকোটিনের এক পৃথিবী,
বলো, সেই পৃথিবী তুমি নও?
সবার বেলায় সন্ধ্যে হলে
আঁধার ঘনায় রাত্রি নামে
রাত্রি আমার সকাল-দুপুর সারাবেলা
এক জীবনে।
তুমি থাকলে সকাল সন্ধ্যে
কর্পোরেট জীবনযাপন;
দুপুর বিকেল হালকা আঁচে,
একটু বিরহী চা'য়ের কাপে।
তুমি থাকলে যা কিছু হতো;
নেই বলে আজ হচ্ছে যা,
সে কি তুমি নও?