কেউ এসে বলে গেল, "আলো আছে শেষে,"  
তবুও হাঁটছি আমি অন্ধকারের দেশে।  
ভরসার ফাঁদ পাতা কাছে আর দূরে,
তাদেরই হাসি আজ জ্বলে অন্ধকারে।  

এখানে প্রতিশ্রুতির ফুল  ঝরে বাতাসে,  
বেদনার গন্ধ মিশে আছে প্রতি নিশ্বাসে।

মানুষে অবিশ্বাস পাপ তাই বিশ্বাস করি।
যদিও প্রতিটি শব্দই শুধু প্রতারণার ছুরি।  
তবুও বেঁচে আছি, তবুও হাঁটছি আমি,  
অন্ধকারের সুতোয় বাঁধা এই জীবন নামি।