আমাদের যুদ্ধ যুদ্ধ খেলা শহরে...
যত্রতত্র ছড়ানো শিশুদের শবদেহ,
হাতে কালাশনিকভ
পায়ের নিচে আব্রামস ট্যাঙ্ক
আর মগজ ভর্তি ইউরেনিয়াম
আমাদের বুকের কাছে গভীর খাদ
ওখানে সারি সারি গণকবর।
এককালে এখানে হৃদয় ছিলো।
আমরা আর লাশ বলি না,
মুর্দা বলি না, বডিও না; বলি-
ক'টা গেলো? মানে সংখ্যা!
একদিন দিন ফুরালে প'রে;
আমরাও সংখ্যা হবো।