চতুর সুদর্শনা!
তুমি সব জানো আর এটা জানো না;
নগর পুড়ে খাক হলে দেবালয় বাদ পড়ে না।
তোমার দেয়া আগুনে,
পুড়ছে নগর পুড়ছে দেবালয় পুড়ছি আমিও।
সে আগুনের তাপ লাগছে আজ তোমার শরীরেও
কেমন লাগছে? খুব উপভোগ্য?
সবার'ই পুড়ে গেলে কষ্ট লাগে, লাগে আমারও।
তবে কেনো জানি আজ,
আমার নিজের শরীরের পোড়া মাংসের গন্ধে
আমার আর খারাপ লাগছে না।
বড় সুখ সুখ লাগছে সুদর্শনা।