জীবনের শেষ কি-
চূড়ান্ত আশাহীনতা?

কেনো অভিমানে বুজে আসে;
ভিজে আসে চোখ,

অভিমান মানে কি-
তীব্র মনোবেদনা?