বাউণ্ডুলেটা একলাই হেঁটে যায়
তার হাত ধরবে বলে কেউ বসে নেই
প্রতিশ্রুতি যে হাজারটা দিয়েছিলো
লোভের দামে বিকিয়েছে সে অনেকদিন আগেই
আলতো বাতাস দোলায় তার চুল
উল্টেপাল্টে দেখে সে একই স্মৃতির পাতা
রোদন ভরা বসন্তে সে হেমন্তের ঝরাপাতা
সকালের সূর্য তাকে দেখায় উদাসীনতা
দুপুর বিকেল ভাবনায় কেটে যায় একলা
পরিচিতা চা'য়ের আড্ড-গপ্পে মশগুল
বাউণ্ডুলেটা একলাই হেটে যায়
জীবন আজ তার একজীবনের ভুল
সন্ধ্যে তার রাত্রির অপেক্ষায়
রাত কাটে তার স্মৃতির মতো তারা গুনে গুনে
রাত পোহায় সকাল আসে না
বাউণ্ডুলেটা একলা হাসে একলা থাকার বনে!