আলোর স্রোত থামে না কোনো
দিন, আকাশ যতই না
হোক বিষন্নতায়
লিপ্ত, জীবনের
অসংখ্য
স্বপ্ন বহে যায় অবিরল বেগে - -
এক প্রান্ত হতে অন্য দিকে।
বলা বাহুল্য যে এটা
আরশি নগর,
সুদুর
পথে যদিও কোনো প্রতিবিম্ব নেই,
সমস্ত সুজন চেহারা ছিল
খুবই রহস্যময়,
আসুরিক,
অবশ্যই দূরে তারা ছিল মেঘে -
ছাওয়া নীলগিরি। শুধু
আমিই ছিলাম না
এখানে লুন্ঠিত
মুসাফির,
চোখ খোলা মাত্র দেখি সারা - -
আকাশই ছিল খালি, আর
চারদিকে ছিল ছড়ানো
কিছু বিখণ্ডিত
তারকের
অবশেষ। তবুও, চল এক বার
আবার বুনি শেষ রাতের
ওই সুরভিত স্বপ্ন
মালা ! কিছু
রঙীন
সুতো, বুকে রইলো তোমার, কিছু
রেশমি আবেগ, এখনো
চোখে আছে
আমার।
* *
http://sanyalsplanet.blogspot.in/