সেই কুয়াশায় ডুবো ডুবো, রাত্রি শেষের -
দূরগামী ট্রেনের, বহুদুরে সরে
যাওয়া শব্দগুলো হটাৎ
যেন বুকের খুব
কাছে এসে,
জীবনের নিঝুম চত্বরে, হাত ধরে তোমায়
নিয়ে আসে হৃদয়ের শূন্য ঘরে। তখন
হাসনুহানা কুঞ্জে ওঠে অলৌকিক
সুরভি তরঙ্গ, আর উন্মুক্ত
আকশের বুক হতে
ঝরে বিন্দু
বিন্দু হিমের কণা, আমার নিঃশ্বাসে এমন
সময়ে তুমি ঢেলে যাও প্রেম সুধা, আমি
হয় ওঠি সেই মুহুর্তে দ্বিজ মানব
করি তোমার অন্তহীন
উপাসনা।
* *
http://sanyalsplanet.blogspot.com/