সাদা ও কালোর ওই চিরন্তন সত্য, -
চিরদিনই রইলো অজানা, বহু
বার আমি, ছকের শেষ -
প্রান্তে দাঁড়িয়ে, খুঁজেছি
জীবনের বিলুপ্ত
প্রতিশব্দ !
আর শূন্য হাতে ফিরে এসেছি নিজের
বৃত্তে। দেখি সমস্ত আন্তঃসম্পর্ক
কেমন যেন গুটিয়ে নিতে
চায় নিজেদেরকে
এক নির্দিষ্ট
সীমানায়, তখন আমি কিছু আশাহীন
বৈকি, তবুও হাল ছাড়তে চাই না।
পুনরায় শিখতে চাই হৃদয়
জেতার শিল্প, জীবন
সেই মুহুর্তে খুবই
অনুগ্রহী,
মৌন ভাবে যেন আমায় উস্কিয়ে যায়,
আর আমি, আবার সমস্ত মনের
ফাটল লুকিয়ে নিতে চাই,
এখানে হয়ত আমি
একটু স্বার্থপর,
আমিই
কেন, সবাই এই দুনিয়ায় প্রত্যক্ষ বা -
পরোক্ষভাবে আত্মকেন্দ্রিত, সবাই
চায় নিজের ভাগের খুশির
উপভোগ, কেউ পায়
অল্প আর কেউ
একরাশ,
যার যত বড় নিয়তির আঁচল - - - !
* *
http://sanyalsplanet.blogspot.in/