সবাই এখানে দৌড়িয়ে চলেছে দ্রুতগামী - -
সময়ের সাথে, তুমি যদি থামতে
চাও, কোনো এক মফস্বল
স্টেশনে, সেটা কিন্তু
তোমার নেহাৎ
নিজস্ব
সিদ্ধান্ত, অথচ এখনো সূর্য্য যাই নি অস্তাচলে,
অন্ধকার ঘিরে আসতে, হয়তো এখনো
দেরী, কিন্তু সব দিনের অবসান
অপরিবর্তনশীল, চির ক্ষুধিত
কালো রাত্রি গিলে যাবে
যথারীতি সব
কিছুই,
আর আঁধারের যবনিকায় ঢেকে থাকবে -
কিছু ঝাপসা শেষ প্রহরের কাহিনী,
ওই এক দিগন্ত রেখা, যেখানে
স্বপ্নের ভূমি ভেঙে যায়
বহু খণ্ডে, তবুও
ছুঁতে পারে
না সকালের আসল চেহারা ! ওই কুয়াশার
জগতে, হয়তো তুমি খুঁজে পাবে না
ঘরে ফিরে আসার, ওই ভোর
বেলার মহানগরমুখী
ক্ষিপ্র বেগের
ট্রেন !
ওই নির্জন স্টেশন চত্বরে, রয়ে যাবে শুধুই
কিছু অসমাপ্ত পথ চাওয়া, আর
অশেষ নীরবতা - -
* *
http://sanyalsplanet.blogspot.in/