যদিত্ত নিজস্ব বলে, কিছুই হয় না এই
জগতে, তবুও জন্ম জন্মান্তর
ধরে মানুষ বহে যায়
মায়ার স্রোতে,
সমস্ত
কিছু দিয়েও, বাঁধতে পারি নি তাকে
নিঃশ্বাসের বাঁধনে, সে এক
অধরা প্রজাপতি
অবিরত
উড়ে বেড়ায় স্বপ্নীল আকাশে, শ্রুতি
ও বাস্তবের মাঝে জীবনের
নৌকা ভেসে যায়
সুদুর উজানে,
দিগন্ত
রেখায় দেখি, রঙীন মেঘের স্তর প্রতি
স্তরে ভেসে ওঠে তার উৎকন্ঠিত
ভালবাসা - -
* *
http://sanyalsplanet.blogspot.in/