কে দুঃখিত নয় এই জগতে, কুটির হতে
স্ফটিক প্রাসাদ ! একেই কাহিনী
একেই নিগূঢ়তা, ধাতব
মুদ্রার দুই ভাগে
অঙ্কিত -
সেই চিরকালীন দৃশ্যের পুনরাবৃতি, - -
কতই না উর্ধ্বে নিক্ষেপ কর,
নিয়তির হাতে চিরদিন
থাকে সিদ্ধান্তের
মাথা বা
লেজ ! আশ্চর্যের কিছুই নেই এই মুহূর্তে,
হয়'ত তুমি এখন বিরাজমান
আছো ময়ুর সিংহাসনে,
পরবর্তী ক্ষণের
ভবিষ্যদ্বাণী
খুবই
জটিল,বহু আকাশচুম্বী অট্টালিকার - -
অসময়ে প্রোথিত হওয়া শুধুই
গল্প নয়, কেউ বলতে
পারে না, কখন
ও কি
ভাবে জীবনের নাগরদোলা যাবে থেমে,
ওই দিগন্তের পারে সে প্রতীক্ষমাণ
কিংবা দোরগোড়া হতে সে
গেছে ফিরে, বলা
খুবই মুশকিল
কোন
রূপে, কোন রঙ্গে, কোন পরিধানে সে -
ছিল সম্মুখে, শাশ্বত সে এক রহস্য,
এক প্রান্তে গুটতে গিয়ে দেখি
অন্য দিকে অলক্ষিত
ভাবে খুলে
চলেছে
অনুরাগের রেশমী তন্তু, ক্রমশঃ সুদূরে,
পৃথিবী অবাক চোখে যেন চেয়ে
আছে আমায়, আর আমি
আকুল নয়নে কাকে
যেন খুঁজে
চলেছি বৃথায়, মায়ার হাটে নীরবতার -
ছাড়া এখন কিছুই নেই, মরুযাত্রীর
দল অনেক আগেই গেছে
এগিয়ে, নতুন
গন্তব্যের
সন্ধানে, সব কিছুই এখানে অস্থায়ী এক
রাতের পান্থশালা - -
* *

http://sanyalsplanet.blogspot.in/