এখন আমি একলা হাঁটি
একলা বাঁধি ঘর
হলদে আলোয় সুর বেঁধেছি
দু 'চালা ঘর পর।
.
অপার আকাশ হাতের মুঠোয়
মিথ্যে মায়ার টান
রঙ- বেরঙের হাসির কোণে
লুকিয়ে থাকে ভান।
.
বিজন শহর ভালোবেসে
বসত গড়েছি
দুঃখ গুলো লুকিয়ে বুকে
অট্ট হেসেছি।
.
কংক্রিটের এই দেয়াল গুলো
প্রলোভনে আঁকা
এই শহরের অলিগলি
প্রেমহীনতার কাব্য লেখা।
.
দ্বিধাদ্বন্দ্ব পিছন ফেলে
এখন আমি একলা বাঁচি,
একলা বাঁচি,
শুধু একলা বাঁচি।