সময়ের জরায়ু ঘেটে একটু একটু করে প্রস্ফুটিত হয়েছিল যে প্রেম
সে আজ সদ্য যৌবন প্রাপ্ত,
এই অবেলায় ঘুমিয়ে পড়োনা 'সুপ্রিয়'
মোক্ষম সময়েই যুগল - বন্দী করো চোখ
এ চোখে হাজার বছরের আর্দ্রতা ।
.
পায়ের ভাঁজে পা রাখলেই অঙ্কিত হয়না
পৌরাণিক দৃশ্য ;
নিঘাটার আড়ষ্ট বিকেল গুলোতে ও গাঁথা থাকে ইতিহাস,
এসো, প্রজাপতির ডানায় লিখি ভালবাসার সাতকাহন।
.
নিরঙ্কুশ সময়ের কাছে সমর্পণ করে দিয়ে আসি গত জন্মের বিশ্বাস
জানি, ভালোবাসারা হারায় না কখনো,
লেপ্টে থাকে বুক পকেটের স্যাঁতস্যাঁতে চিঠির ভাঁজে, নোনতা ঠোঁটে, নিটোল কপোলে,
জেনো, যা হারিয়ে যায় সে প্রেম নয়
শরীরের ভাঁজে ভাঁজে পুড়ে যাওয়া কামনার ছাই।
.
এসো সুপ্রিয়,
আমরা মনের ভিতর মন ডুবিয়ে কলল শুনি
ভালবাসারা আজ মুড়ে থাক নীলাভ সামিয়ানায়
এ রাত মাংসাশী নয়, শুকতারা বয়ে আনুক ধ্রুপদী রাত।