শুনেছি শেষ সময়টা আঁধারের সাথে
বেশ সখ্যতা গড়েছিল অরুন্ধতী
ব্যথাতুর সময় প্রসব করেছিল কিছু
অবাঞ্চিত গল্প
সে রাতেও বেশ থইথই আলোর বিচ্ছুরণ
ছিল মহুয়ার শাখায়
অথচ সে কেবল শুনেছিল অন্ধকারের
ডাক।
.
মাঝে মাঝে আমারও ভীষন অরুন্ধতী
হতে ইচ্ছে করে
অনাহুত কালো আলো আমার শিয়রে
ঝিম মেরে থাকে
আমি লোভাতুর হই, ছুঁয়ে যেতে চাই
কালো আলখাল্লা
ভেসে যেতে চাই শিমুল তুলোর মতো
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
.
আমার হৃদয়ে সুবিশাল ব্যথার ফোয়ারা
নেই
সুবিন্যস্ত ভাবে যারা আমায় খুঁড়ে
খুঁড়ে খাবে
তবুও সেই কালো আলো প্রায়শই আমায়
ছুঁয়ে যায়
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিতে চায় তার
লকলকে জিভ।
.
হেরে যেতে যেতে কি ভীষণ ভাবে
জেগে উঠি সোনামুখী রোদের
ঝলকানিতে
পরাজয়ের কাছে আত্মাহুতি দেয়া
অরুন্ধতীদের তরে ঝরে পড়ে বিন্দুবিন্দু
মুক্তো . . .
অতঃপর প্রত্যুষের আলো জানান দিয়ে
যায়
আমি আছি, বেঁচে আছি
ধলেশ্বরীর তীরে আরেকটি সূর্যাস্ত
দেখবো বলে।