মেহেদী ছোঁয়নি হাত আমার
আলতা ছোঁয়নি পা
তবুও কি অবলীলায় এঁকে ছিলাম
জীবনের চিত্রপট।
লক্ষীছাড়া সময়টা মাঝে মাঝেই
দেখিয়ে যায় বুড়ো আঙ্গুল
শুনিয়ে যায় ভর দুপুরের কিছু অবসন্ন গল্প।
সহসাই মতিভ্রম হয়
হাঁটুজলে মুখ ডুবিয়ে খুঁজি সচ্ছ জলের
ঘ্রাণ
শ্যাওলার মত ভেসে আসা প্রলোভন
দু'হাতে সরিয়ে বলি
এই তো জীবন !!