শব্দেরা আজ ঘুমিয়ে পরুক
ঠিক যতটা তলিয়ে গেলে মৃত্যুকে
ছোঁয়া যায়,
এখানেই তো একদিন গোলাপের
নির্যাস ছিল, আজ কর্পূরের্।
.
সুনামীর মতই ভাসিয়ে ছিল নাগরিক
কোলাহল
সময়ে সেখানেই পড়ে আছে সমাধীর
নিরবতা।
জানুক পৃথিবী,মৌনতার
মাইক্রোলিথে ও
হৃদয়ের মৃত্যু ঘটে।
.
.
১৬.২.২০১৬